কমলনগর ক্লাব ইউনিটির পরিচিতি সভা

শেয়ার
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ক্রীড়া ও স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে গঠিত ‘কমলনগর ক্লাব ইউনিটির কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিকালে কমলনগর প্রেসক্লাবে ‘ক্লাব ইউনিটি’ এ আয়োজন করে।
ইউনিটির সভাপতি সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম দোলন, বিশেষ অতিথি ছিলেন হাজিরহাট ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিন, ইসলামী ব্যাংক লক্ষ্মীপুর শাখা প্রধান এভিপি মো. ছানা উল্যাহ, সোনালী ব্যাংক কমলনগর শাখার ব্যবস্থাপক ফারুক হোসাইন মিল্লাত, কমলনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াজি উল্যাহ জুয়েল।
ক্লাব ইউনিটির সাধারণ সম্পাদক নাহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা ডা. আবদুর রহমান, উপজেলা ফুটবল উন্নয়ন সমিতির সভাপতি মো. ইলিয়াস হোসেন, ইউনিটির পরিচালক ইফতেখার উদ্দিন মাহমুদ শিবলু, মো. শরিফুল ইসলাম, ক্লাব ইউনিটির সহ সভাপতি এনামুল হাসান রাজু (মুক্তিযোদ্ধা সংসদ তোরাবগঞ্জ), আব্দুল্লাহ আল ফারুক জুয়েল (কমলনগর ওয়ারিয়র্স ক্লাব), রিয়াজ উদ্দিন-(মিয়াপাড়া সকার ক্লাব), অ্যাডভোকেট তারুন্য মনির-(কমলনগর স্পোর্টিং ক্লাব), সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরনবী (কমলনগর ক্লাব), শাকিল মাহমুদ (কমলনগর স্পোর্টিং ক্লাব), আলতাফ হোসেন (ফজুমিয়ার হাট), সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম রাজু (তোরাবগঞ্জ স্পোর্টিং ক্লাব), সহ সাংগঠনিক সম্পাদক আক্তার পাটোয়ারী (কমলনগর ষ্টার ক্লাব), আবদুল্লাহ মোহাম্মদ শাহীন (কমলনগর স্পোর্টিং ক্লাব), গোলাম মাওলা মাসুম (মিয়াপাড়া সকার ক্লাব), অর্থ সম্পাদক ইফতেখার হোসেন সজীব (হাজিরহাট ক্লাব), ক্রীড়া সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু (উপজেলা একাদশ ক্লাব), সাইফুল ইসলাম শামীম (তোরাবগঞ্জ স্পোর্টিং ক্লাব), ইমরান হোসেন শাকিল (হাজিরহাট ক্লাব), আরিফ মাহমুদ (করইতলা একাদশ), সমাজসেবা সম্পাদক মোহাম্মদ আবুল বাসার (নীল পদ্ম বন্ধু মহল), সোহেল সর্দার (হাজিরহাট ক্লাব), জাহিদ হাসান তুহিন (জনকল্যান আদর্শ সংঘ), তানভীর হোসেন (জুনিয়র একতা সংঘ), বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম (মাতাব্বর হাট একাদশ), শিক্ষা ও সাহিত্য সম্পাদক আব্দুল মান্নান (হাজিরহাট ক্লাব), সংষ্কৃতি সম্পাদক প্রিন্স সোহেল খান (ফোরকানিয়া খান ক্লাব), পরিকল্পনা ও গবেষনা সম্পাদক নাজিমুর রহমান ফাহাদ (উপজেলা একাদশ ক্লাব), তথ্য প্রযুক্তি সম্পাদক ইয়াসির আরাফাত তুহিন (ইউনাইটেড পাওয়ার অব স্পোর্টস), প্রচার সম্পাদক মো. ফারুক হোসেন (খায়েরহাট একাদশ ক্লাব), সহ প্রচার সম্পাদক খন্দকার কামরুল হাসান সোহেল (ইউনাইটেড পাওয়ার অব স্পোটর্স), দপ্তর সম্পাদক আলম রেজা (নিউ তারুন্য তরঙ্গ সংসদ) ও সহ-দপ্তর সম্পাদক কাজী মেহরাব হোসেন অপি (কাজীপাড়া টাইগার্স ক্লাব)।
প্রসঙ্গত, সোমবার (২১ সেপ্টেম্বর) ক্লাব ইউনিটির কমিটি ঘোষণা করা হয়। উপজেলার ২৫টি ক্লাব ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সমন্বয়ে এক বছর মেয়াদে ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি করা হয়েছে।
No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.