কমলনগরে ৫ ইউনিয়ন ‘রেড জোনের’ আওতায়

শেয়ার

নিজস্ব প্রতিবেদকঃ

করোনাভাইরাসের (কোভিড–১৯) সংক্রমণে অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনায় লক্ষ্মীপুর জেলা কমলনগর উপজেলা লকডাউন ঘোষণার পাশা পাশি ৫টি ইউনিয়ন ‘রেড জোন’ ঘোষণা করা হয়েছে ।

রবিবার (১৪ জুন) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্স সূত্রে এ তথ্য জানা যায়। এরআগে সোমবার (১৩জুুন) কমলনগরকে লকডাউনের ঘোষণা করে উপজেলা প্রশাসন।

১৫ থেকে ৩০জুন পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে।

রেড জোনভুক্ত এলাকাগুলো হচ্ছে উপজেলার চর কালকিনি, চর লরেঞ্চ, চর তোরাবগঞ্জ, চর ফলকন, হাজির হাট ইউনিয়ন।

গ্রীন জোনের আওতায় রয়েছে সাহেবের হাট, মাটিন, চর কাদিরা। ইয়েলো জোনে রয়েছে পাটয়ারীর হাট ইউনিয়ন।

উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্স সূত্রে জানা যায়, রেড জোন–ঘোষিত এলাকার কোনো ব্যক্তি ঘর থেকে বাইরে বের হতে পারবেন না। এসব এলাকার কেউ বাইরে কিংবা বাইরের কেউ ওই এলাকায় আসা-যাওয়া করতে পারবেন না।

এছাড়া সব ধরনের শপিং মল, দোকানপাট বন্ধ থাকবে।

আওতামুক্ত থাকবে সাংবাদিকসহ জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তি, সরকারি, ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান, শিল্পকারখানায় কর্মরত ব্যক্তি ও তাদের বহনকারী গাড়ি।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত কমলনগরে ৬৬ জন করোনায় সংক্রমিত হয়েছেন। তাদের মধ্যে চর কালকিনি ০২, চর লরেন্স ২৩, চর তোরাবগঞ্জ ০৩, চর ফলকন ১৬, হাজির হাট ১২ আক্রান্ত ব্যক্তিদের মধ্যে হাসপাতা ১৬জন ও নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন বাকী রোগীরা। এ ছাড়া সুস্থ হয়েছেন ১৯ জন, মারা গেছেন ১ জন।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.