কমলনগরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

শেয়ার

 

কমলনগর (লক্ষ্মীপুর) : ” নিরাপদ মানসম্মত পণ্য ” এ শ্লোগানে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে র্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মার্চ) সকালে লক্ষ্মীপুরের কমলনগরে স্পন্দন কক্ষে উপজেলা প্রশাসন এ আয়োজন করে।

সভার সভাপতি ও প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমতিয়াজ হোসেন বলেন, প্রতিটি জাতিকে নিরাপদ মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয় ও ভোগ করতে হবে। নিরাপদ খাদ্য সরবরাহ প্রতিটি নাগরিকের জন্য খুবই প্রয়োজনীয়। ভেজাল খাদ্য যেকোন সময় সরবরাহে মারাত্মক ঝুঁকি হতে পারে। প্রতিটি ব্যবসায়ী ও ভোক্তাকে মেয়াদোত্তীর্ণ খাদ্য সরবরাহ থেকে বিরত থাকতে হবে। এছাড়াও প্রতিটি পণ্য বাজার মূল্য থাকতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, হাজির হাট হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাঃ যায়েদ হোসাইন আল ফারুকী, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা এফএম ওয়াজেদ তালুকদার, কৃষি কর্মকর্তা মোঃ ইকতারুল হক, হাজির হাট উপকূল সরকারী কলেজ অধ্যক্ষ মোঃ লোকমান হোসেন, ডাঃ রেজাউল করিম রাজিব, উপজেলা মৎস্য কর্মকর্তা আঃ কুদ্দুস, চর লরেন্স স্কুল প্রধান শিক্ষক ওমর ফারুক দোলন, থানা ইন্সপেক্টর অনিমেষ চন্দ্র সহ প্রমুখ।.
সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক সহকারী কর্মকর্তা তওহীদুল ইসলাম। পরে পুরস্কার বিতরন করা হয়।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.