কমলনগরে কৃৃষকের কাছ থেকে ধান কেনা শুরু

শেয়ার

 

নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরের কমলনগরে কৃৃষকদের কাছ থেকে সরকারিভাবে ন্যায্য মুল্যে ধান ক্রয় শুরু হয়েছে। আড়াই হাজার কৃষকদের কাছ ৫১ মেট্রিক টন আমন ধান ২৬ টাকা ধরে ক্রয় করছে সরকার। উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা ধান বিক্রি শুরু করেছেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা খাদ্য গুদামে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার রুক্সী। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রাজীব চন্দ্র রায়, খাদ্য পরিদর্শক ছালেহ উদ্দিন ভূঁইয়া, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুরুল হুদা ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা জামশেদ আলম প্রমুখ।

ন্যায্য মূল্যে ধান বিক্রয় করতে পারায় স্থানীয় কৃষকদের মাঝে হাসি ফুটেছে। কার্ডধারী প্রতি কৃষক সর্বোচ্চ এক টন পর্যন্ত চলতি মৌসুমের আমন ধান বিক্রি করতে পারবেন। আগামি ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান বিক্রি করা যাবে।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.