কমলনগরে এতিম শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও ঈদ বস্ত্র বিতরণ।

শেয়ার

কমলনগর: কমলনগর উপজেলার স্থানীয় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ইকরা হাফেজিয়া এতিমখানা ও মাদরাসার উদ্যোগে অসহায় এতিম ১০০জন শিক্ষার্থীদের মাঝে নতুন পোষাক ও অর্থ বিতরণ করা হয়।

মাদরাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি মাওলানা মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, বিশেষ অতিথি উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মাসুদ, ৯ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল আহমেদ রতন, শিক্ষানবিশ আইনজীবী ফখরুল ইসলাম। প্রধান অতিথির আলোচনায় উপজেলা নির্বাহী অফিসার জনাব কামরুজ্জামান বলেন, এতিম শিক্ষার্থীদের পড়াশোনা সহ সার্বিক দেখাশোনার বিষয়ে উপজেলা সমাজসেবা অফিস কে দায়িত্ব দেওয়া হয়েছে, এইছাড়া ও আমি ব্যক্তিগতভাবে খুঁজখবর নিবো যাতে করে এই ছেলে মেয়ে গুলা কে আমরা রাষ্ট্রীয় সম্পদে রুপান্তর করতে পারি। অনুষ্ঠানে বিশেষ অতিথির আলোচনায় সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুদ বলেন, অত্র প্রতিষ্ঠানের ১৭জন অনাথ শিশুর প্রত্যেকে মাসিক ২ হাজার টাকা করে সরকারিভাবে আর্থিক অনুদান পেয়ে আসছে। এইদিকে এতিম শিক্ষার্থীরা নতুন পোষাক পেয়ে উচ্ছ্বসিত হতে দেখা গেছে। আগাম ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে অনাথ শিশুদের মাঝে। কতৃপক্ষ থেকে জানানো হয়, প্রতিবারের মতো এবারও তাদের এ কার্যক্রম সম্পন্ন করা হয়। সরকারি ও বেসরকারি অনুদানের পাশাপাশি দেশি-বিদেশি দানশীল ব্যক্তিবর্গের অনুদানে এতিম শিক্ষার্থীদের যাবতীয় ব্যবস্থাপনা পরিচালিত হয়ে আসছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মাওলানা মোঃ হারুনুর রশীদ।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.