রামগতি সার্কেলের উষ্ণতার ছোঁয়া দেওয়াল

শেয়ার

যার যা প্রয়োজন নিয়ে যান,যার যা প্রয়োজন নেই দিয়ে যান। এ শ্লোগানে উষ্ণতার ছোঁয়া দেওয়াল স্থাপন করেন সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মারুফা নাজনীন। বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগরে রামগতি সার্কেল অফিসের সামনে এ উষ্ণতার ছোঁয়া দেওয়ালটি স্থাপন করা হয়।

কমলনগর-রামগতির নিন্মশ্রেনির এবং যারা প্রচন্ড শীতে কাপড়ের আশায় আত্নহারা। তাদের জন্য সমাজের উচ্চ শ্রেণির মানুষ যেন তাদের পুরনো বস্ত্র দিয়ে সাহায্য করতে পারে এ জন্য দেওয়ালটি স্থাপন করা হয়।

রামগতি সার্কেল মারুফা নাজনীন জানান, সমাজের নিন্ম এবং অসহায় মানুষেরা যেন কনকনে শীতের আবহাওয়া থেকে একটু স্বস্তি পায়। যাদের অব্যবহৃত বস্ত্র (কাপড়) যেন দেওয়ালে রাখতে পারেন এবং যার প্রয়োজন সে যেন নিতে পারে। এটি সম্পূর্ণ উম্মুক্ত।

 

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.