এশিয়া কাপ দিয়ে দলে ফিরতে চান সাইফউদ্দিন

শেয়ার

চোট সারিয়ে আবার বাইশ গজের লড়াইয়ে ফেরার অপেক্ষায় মোহাম্মদ সাইফউদ্দিন। আসন্ন এশিয়া কাপ দিয়ে ফিরতে চান তরুণ এই ক্রিকেটার। এজন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি।

ভারতে চিকিৎসা শেষ দেশে ফিরে এক সপ্তাহের বিশ্রামে ছিলেন সাইফউদ্দিন। এরপর শুরু করেন ফিটনেস ট্রেনিং। শুক্রবার থেকে শুরু হয়েছে স্কিল অনুশীলন। সোমবার মিরপুরে পূর্ণ রানআপে বল করেছেন বিসিবির ফিজিওর উপস্থিতিতে।

সব মিলিয়ে ইতিবাচক সাইফউদ্দিন। এশিয়া কাপের জন্য প্রস্তুত হতে মঙ্গলবার খুলনায় যাবেন তিনি। সেখানে বাংলাদেশ টাইগার্সের হয়ে এইচপি ইউনিটের বিপক্ষে একটি পঞ্চাশ ওভারের ম্যাচ আর দুটি টি-টোয়েন্টি খেলবেন তিনি।

সোমবার মিরপুরে সংবাদ মাধ্যমকে সাইফউদ্দিন বলেন, ‘যদি সব ঠিকঠাক থাকে তাহলে ইনশাআল্লাহ খুলনায় অনুশীলন ম্যাচ (এইচপি ও বাংলাদেশ টাইগার্সের মধ্যে) খেলতে যাব। প্রথম থেকেই আজ ফুল রানআপে বল করেছি।

সাইফউদ্দিন বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়েরই লক্ষ্য থাকে এশিয়া কাপ খেলা। আমি অনূর্ধ্ব-১৯ দলের হয়েও এশিয়া কাপ খেলিনি। দুটি আইসিসি ইভেন্ট খেললেও এশিয়া কাপে খেলা হয়নি। এটা নিয়ে বাড়তি একটা রোমাঞ্চ কাজ করে। যদি সুযোগ পাই অবশ্যই আনন্দিত হব।’

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.