একনেকে কমলনগর-রামগতি মেঘনা তীর রক্ষাবাঁধ প্রকল্প পাস করেছেন প্রধানমন্ত্রী

শেয়ার

নিজস্ব প্রতিবেদক:  জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেকে) সভায় লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরের নদীবাঁধ প্রকল্প পাস করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১লা জুন) একনেক বৈঠকে রামগতি-কমলনগরের অব্যাহত নদীভাঙন রোধে গৃহিত প্রকল্পে স্বাক্ষর করার বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাংসদ মেজর (অবঃ) আবদুল মান্নান।

এর আগে ১৭মে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে তিন হাজার ৮৯ কোটি ৯৬ লাখ ৯৯ হাজার টাকা বরাদ্দের ফাইল স্বাক্ষর করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

স্থানীয় সূত্র বলছে, মেঘনার অব্যাহত ভাঙনে বিলীন হচ্ছে লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরের বিস্তীর্ণ জনপদ। নদীভাঙনে বিলীন হচ্ছে দুই উপজেলার ৩১কিলোমিটার এলাকা।

একনেকে প্রকল্প পাসের খবরে খুশির জোয়ার বইছে ভাঙন কবলিত এলাকার মানুষের মাঝে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নদীভাঙন রোধে প্রকল্প পাসে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্টদের ধন্যবাদ দিচ্ছেন অনেকে।

এ দিকে আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করবে বলে জানিয়েছেন।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.