উন্নয়নের গণতন্ত্র বজায়ে শেখ হাসিনার পাশে থাকবেন আলেমরা

শেয়ার

ঢাকা:

উন্নয়নের গণতন্ত্র এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকার কথা বলেছেন কওমি আলেম-ওলামারা। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘শুকরানা মাহফিলে’ আলেম-ওলামাদের বক্তব্যে এমন কথাই শোনা গেছে।

কওমি মাদ্রাসা শিক্ষার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে স্নাতকোত্তরের (ইসলামিক শিক্ষা ও আরবি) স্বীকৃতি দেওয়ায় রোববার (৪ নভেম্বর) সকালে শুরু হওয়া এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হবে।

প্রধানমন্ত্রীর যোগদানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হলেও এর আগে মাহফিলে অন্যান্য অতিথিরা বক্তব্য রাখেন।

তানযিমুল মাদারিসে আরাবিয়ার সহ-সভাপতি মাওলানা ইউনুস বলেন, ইসলামের প্রকৃত খেদমতকারী শেখ হাসিনা। দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান দিয়ে কওমি মাদ্রাসার আলেমদের হৃদয়ে স্থান করে নিয়েছেন বঙ্গবন্ধু কন্যা। শেখ হাসিনার উন্নয়নের বাংলাদেশের ধারাবাহিকতা রক্ষায় কওমি আলেমরাও পাশে রয়েছেন।

মাওলানা ইউনুস মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

অন্য বক্তারা বলেন, কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান দিয়ে ইসলামের ইতিহাসে জায়গা করে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কওমি মাদ্রাসাগুলোর সর্বোচ্চ সংস্থা ‘হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমি বাংলাদেশ’র ব্যানারে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করছেন সংস্থাটির চেয়ারম্যান ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.