ইয়েমেনে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধিকে স্বাগত জানালেন ইরান

শেয়ার

ইয়েমেনে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধিকে স্বাগত জানিয়েছে ইরান। সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের সঙ্গে ইয়েমেনের যুদ্ধবিরতির মেয়াদ আরো দুই মাসের জন্য বাড়ানো হয়েছে।

জাতিসংঘের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে।

যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির পর ইরানের পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা আলী আসগার খাজি জাতিসংঘের ইয়েমেন বিষয়ক বিশেষ দূত হান্স গ্রান্ডবার্গের সঙ্গে আলোচনা করেছেন।

এ সময় তিনি ইয়েমেনে ন্যায়সঙ্গত স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে যেসব চেষ্টা-প্রচেষ্টা চলছে তার প্রতি সমর্থন ঘোষণা করেন।

একই সঙ্গে ইরান যুদ্ধবিরতি যাতে লঙ্ঘিত না হয় সে বিষয়ে নজরদারি ব্যবস্থা জোরদারের কথা বলেছে। এ সময় হান্স গ্রান্ডবার্গ দুই মাসের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধিকে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য একটি সুযোগ হিসেবে বর্ণনা করেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.