ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক প্রবিধান সংশোধনের দাবি

শেয়ার

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক প্রবিধান সংশোধনের দাবি জানিয়েছে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন। পাশাপাশি মাদরাসা সরকারিকরণ, মূল বেতনের শতকরা হিসেবে বাড়ি ভাড়া প্রদান ও প্রভাষকদের পদোন্নতির ক্ষেত্রে ৫:২ অনুপাত প্রথা বাতিল করে সকল প্রভাষকদের ৮ বছর চাকরিকালে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেয়া এবং পরবর্তীতে সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে পদোন্নতি দেওয়ার দাবি জানানো হয়েছে।

শনিবার (২ আগস্ট) বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের স্থায়ী কমিটির সাধারণ সভায় এই দাবি জানানো হয়। সংগঠনের সভাপতি মোঃ হারুন অর রশিদ এসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন। 

সংগঠনের মহাসচিব জহির উদ্দিন হাওলাদার সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ, ফজলুল বারী বেলাল, সিনিয়র যুগ্ম মহাসচিব মোঃ শান্ত ইসলাম, সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক মোঃ খোরশেদ কবির মাসুদ ও দপ্তর সম্পাদক মেহেদী হাসান সরকার।

বক্তারা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে সংগঠনের নেতাদের প্রতি অনুরোধ জানান।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.