যে তিন কাজে দেরি করতে নিষেধ করেছেন নবিজি (সা.)
আলি ইবনে আবু তালেব (রা.) থেকে বর্ণিত, নবি (সা.) তাঁকে বললেন, ‘হে আলি, তিন কাজে দেরি করবে না। সময় হয়ে গেলে নামাজ আদায়ে, জানাজা এসে গেলে জানাজার নামাজ পড়তে এবং কুফু মিলে গেলে বিবাহে বিলম্ব করবে না।’ (তিরমিজি, হাদিস: ১৭১) এক. নামাজের সময় হলে: ইমানের পর নামাজের গুরুত্ব সর্বাধিক। ইমান ও নামাজের মধ্যে পার্থক্য করে দেয় নামাজ। আল্লাহ যথাসময়ে নামাজ আদায়ের কথা বলেছেন। কোরআনে আছে, ‘নিশ্চয়ই নামাজ মুসলমানদের ওপর তার নির্ধারিত সময়ে ফরজ।’ (সুরা নিসা, আয়াত: ১০৩)। সময়মতো নামাজ পড়া ইমানি দায়িত্ব। কাসিম ইবনে গান্নাম (রহ.) থেকে বর্ণিত, তাঁর ফুফু ফারওয়া (রা.) থেকে বর্ণিত, তিনি রাসুলুল্লাহ (সা.)-এর কাছে বাইয়াত গ্রহণকারীদের অন্তর্ভুক্ত…