
ভ্যাট বৃদ্ধির প্রভাব জনগণের ওপরেই বর্তাবে: সামস মাহমুদ
বর্তমানে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। এর ওপর সরকার যে ভ্যাট বাড়িয়েছে, তাতে সাধারণ মানুষের ওপরই এর প্রভাব বেশি পড়বে। বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণির নির্ধারিত আয়ের মানুষ, অবসরোত্তর জনগণ যারা অবসর ভাতার ওপর নির্ভর করেই চলেন, তাদের ওপর বেশি চাপ পড়বে। কেননা ১৫ শতাংশ ভ্যাটের প্রভাবে তাদের খরচ বাড়লেও বাড়তি আয়ের সংস্থান নেই। ফলে তাদের ভোগ কমাতে হবে। অর্থাৎ চাহিদা কমবে। চাহিদা কমলে অন্যদিকে উৎপাদন পর্যায়ে সরবরাহ কমে যাবে। যার দায় পড়বে সংশ্লিষ্ট কোম্পানির ওপর। কোম্পানিটি যে ক্যাশ ফ্লো নিয়ে কাজ শুরু করেছিল, সেখানে সংকোচন করতে হবে। আর সবচেয়ে বড় যে সমস্যা হবে, টার্নওভার করের সীমা ৫০ লাখ থেকে কমিয়ে…