‘নিকাব’ এর বিরুদ্ধে প্রতিবাদ
নিকাব নামের একটি বইয়ের বিরুদ্ধে বিক্ষুব্ধ মুসলমানরা বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করেছে। গতকাল, একদল বিক্ষোবকারী ঢাকায় প্ল্যাকার্ড নিয়ে হাজির হয়েছিল কর্তৃপক্ষের কাছে জান্নাতুল ফেরদৌসের লেখা একটি বই যা ২ এপ্রিল ‘২২ এ ঢাকার পুরানা পল্টনের আমেদের প্রকাশনী দ্বারা প্রকাশিত বই "নিকাব" এর বিক্রি বন্ধ করার জন্য। তাদের দাবি লেখিকা সব সীমা অতিক্রম করেছেন। তাঁরা বলে যে সে সেই শয়তানের মেয়ে যাকে ইসলামের অবমাননা এবং হাদিস ও কোরআনের অবমাননা করার জন্য জনসমক্ষে পাথর মেরে হত্যা করা উচিত। বিক্ষোভকারীরা বলছে পুলিশ পদক্ষেপ না নিলে, জনগণ লেখিকার বই পুড়িয়ে ফেলবে এবং যেখানেই পাবে সেখানেই লেখিকার ওপর অ্যাসিড ছুঁড়বে। আরও তথ্য পেলে আমরা আপনাদের…