নটর ডেম কলেজ ছাত্র নাঈমের মৃত্যুর বিচারের দাবিতে রামগঞ্জে মানববন্ধন

শেয়ার

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
নিরাপদ সড়কের দাবিতে, নটর ডেম কলেজের মেধাবী ছাত্র লক্ষ্মীপুরের রামগঞ্জের কৃতি সন্তান নাঈম হাসানের মর্মান্তিক সড়ক দুর্ঘটনার মৃত্যুর কারনে ঘাতক ভুয়া চালকের ফাঁসি এবং দায়িত্বহীনদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রামগঞ্জে সরকারী কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৩০ শে নভেম্বর (মঙ্গলবার) সকালে রামগঞ্জ সরকারি কলেজের সামনে রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রামগঞ্জ সরকারি কলেজ ছাত্র লীগের সভাপতি মোরশেদুল আমিন বাবুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল হাসান শান্তর সঞ্চালনা
মানববন্ধনে বক্তব্য রাখেন, রামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, রামগঞ্জ সরকারি কলেজের প্রভাষক ফরিদ আহমেদ, কলেজের শিক্ষার্থী নাজিম উদ্দীন, সবুজ হোসেন শান্ত, শাহ-মিরান, মোঃ সাইমুম, বিএনসিসি শিক্ষার্থী হোসনে আারা প্রভাতীসহ প্রমুখ।

এসময়ে বক্তারা প্রায় ২ ঘন্টার মানববন্ধনে বলেন, রামগঞ্জের কৃতি সন্তান রাজধানীর নটর ডেম কলেজের মেধাবী ছাত্র নাঈম হাসানের হত্যাকারী ঘাতক গাড়ি চালককে দ্রুত বিচারের আওয়াতা এনে ফাঁসির রায় কার্যকর করার জন্য সরকারের প্রতি দাবি জানায়।

নাঈম হাসান রামগঞ্জ পৌরসভার পূর্ব কাজিরখিল ৬নং ওয়ার্ডের দেওয়ান বাড়ির মোঃ শাহ আলম দেওয়ানের ছোট ছেলে। গত ২৪ শে নভেম্বর বুধবার ঢাকার গুলিস্তানে সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় তার মর্মান্তিক মৃত্যু ঘটে।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.