অতিরিক্ত ভাড়া আদায় করায় সিলেটে পরিবহন শ্রমিক ও এলাকাবাসীর সংঘর্ষ!

শেয়ার

অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে সিলেটে পরিবহন শ্রমিক ও এলাকাবাসীর সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (১৭ নভেম্বর) দুপুরে সিলেটের কুমারগাঁও বাসস্ট্যান্ডে টার্মিনালে সিএনজি অটোরিকশার এক যাত্রীর সংগে ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ১০-১২টি বাস ভাঙচুর করা হয়।

স্থানীয়রা জানান, কুমারগাঁও বাসস্ট্যান্ডে এক যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছিলেন এক অটোরিকশাচালক। এই নিয়ে যাত্রী ও অটোরিকশা চালকের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে ওই যাত্রীকে সিএনজি অটোরিকশার চালকরা মারধর করেন। এসময় বাস শ্রমিকরা যাত্রীর পক্ষ নিয়ে অটোরিকশা চালকদের ওপর চড়াও হন।

একপর্যায়ে বাস শ্রমিকরা অটোরিকশা চালক ও যাত্রীদের মারধর করছেন জানতে পেরে অটোরিকশা শ্রমিক সংগঠনের নেতা-কর্মী এবং স্থানীয় গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে বাসস্ট্যান্ডে হামলা চালায় করেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের বলেন, খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.