রামগতিতে মৎস অবতরণ কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন

শেয়ার

দেলোয়ার হোসেন, রামগতি :

উপজেলার চর গাজী ইউনিয়নের বয়ার চর মৎস উন্নয়ন কর্পোরেশন এর অধীনে প্রায় ১৩ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে রামগতি মৎস অবতরণ কেন্দ্রের নতুন ভবন নির্মিত হয়েছে।

আজ শনিবার প্রস্তাবিত দ্বিতল ভবনের তিনটি ভবন উদ্বোধন করেন কাজি হাসান আহমেদ।মনজুর হাসান ভূইয়া ( যুগ্ম সচিব) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজি হাসান আহমেদ, চেয়ারম্যান অতিরিক্ত সচিব , বাংলাদেশ মৎস উন্নয়ন কর্পোরেশন ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সান্তুনুর চৌধুরী, আমিনুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা ,এস এম সান্তুনুর চৌধুরী, অধ্যাপক আব্দুল ওয়াহেদ,সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক রামগতি উপজেলা আওয়ামী লীগ প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জসিমউদ্দিন ,তাওহিদুল ইসলাম সুমন,চর গাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মোঃ ওসমান গনি,সাধারণ সম্পাদক,৮ নং বড়খেরী ইউনিয়ন আওয়ামীলীগ ও প্যানেল চেয়ারম্যান,০৮নং ইউনিয়ন পরিষদ,আব্দুর রব ব্যাপারী, আড়ৎদারও মাছ ব্যবসায়ীর সভাপতি, এলাকার জেলে পরিবারের ব্যক্তি বর্গসহ স্থানীয় গণমাধ্যম রামগতি উপজেলা সাংবাদিক ইউনিটির সাংবাদিক বৃন্দ ।
রামগতি মৎস উন্নয়ন কর্পোরেশন উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে কাজি হাসান আহমেদ রামগতি মৎস্য অবতরণ কেন্দ্রের রক্ষার্থে এখানকার সর্বস্তরের সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, বিদ্যুৎঘাটতি নিরসন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনসহ সর্বক্ষেত্রে বাংলাদেশ মডেল দেশ। নিম্ন মধ্য আয়ের বাংলাদেশ অচিরেই মধ্য আয়ের দেশে পরিণত হবে।
তিনি ঘরে ঘরে আলোকিত নাগরিক গড়ার কার্যক্রমকে সহযোগিতার আহ্বান জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথি কাজি হাসান আহমেদ আরো বলেন,আজকের এই রামগতিতে নির্মিত রামগতি মৎস্য অবতরণ কেন্দ্রে সৎ, চরিত্রবান, আদর্শ, দেশপ্রেমিক নাগরিক গড়ার জন্য জেলেদের এবং আড়ৎদার সঠিক ভাবে দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নীতি নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে উঠলে দেশ জাতির উন্নয়ন ও সমৃদ্ধি হবে।
এ প্রয়াসে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.