ভোলায় বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল হক বাবুল মোল্লার ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

শেয়ার
স্টাফ রিপোর্টার, ভোলা।
ভোলার ঐতিহ্যবাহী মোল্লা পরিবারের কৃতিসন্তান, ভোলা সদর আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মরহুম ওবায়দুল হক বাবুল মোল্লার ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ভোলা জেলা পরিষদ হল রুমে জেলা আওয়ামী লীগের আয়োজনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামীলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা দোস্ত মাহামুদের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য হামিদুল হক বাহালুল মোল্লা, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী ও মরহুম ওবায়দুল হক বাবুল মোল্লার ছোট ভাই শহিদুল হক মুকুল মোল্লা, ছোট ছেলে সামির ওবায়েদ ফাহাদ প্রমূখ।

সভায় জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা মরহুম ওবায়দুল হক বাবুল মোল্লার খুনীদের বিচারের দাবি জানান।
উল্লেখ্যঃ- ১৯৯৬ সালে উপ-নির্বাচনে ওবায়দুল হক বাবুল মোল্লা ভোলা সদর আসনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পায়। পরবর্তীতে মামলা জটিলতার কারনে ওই নির্বাচন বন্ধ হয়ে যায়। একই সালের ১০ অক্টোবর সন্ত্রাসীরা তাকে গুলি করে নির্মমভাবে হত্যা করে।
No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.