৯ দফা নিয়ে রামগঞ্জে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ 

শেয়ার

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধঃ

দেশের সংখ্যা ঘনিষ্ঠ জনগোষ্ঠীর চিন্তা চেতনা ও অনুভূতির বিরুদ্ধে কোন সিদ্ধান্ত নেয়া যাবে না এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরের রামগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ আগষ্ট) জুমার নামাজের পর উপজেলা সভাপতি ডাঃ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে, সেক্রেটারি ডাঃ আব্দুর রহিমের সঞ্চালনায় রামগঞ্জ পুলিশ বক্সের সামনে এই গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতি বলেন, তদন্ত সাপেক্ষে গত ১৬ বছরে সকল দুর্নীতিবাজ ও বিদেশে অর্থ পাচারকারীদের সকল সম্পত্তি ক্রোক করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে এবং বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনবার উদ্যোগ গ্রহণ করতে হবে। বিগত ১৬ বছরে যারা ক্ষমতায় ছিলেন তাদের সম্পদের হিসাব দিতে হবে। সকল দুর্নীতি ও টাকা পাচারের শ্বেতপত্র প্রকাশ করতে হবে। এছাড়াও এই আন্দোলনের যত লোক শহীদ হয়েছে সকলকে আর্থিক ও পুনর্বাসন করা সহ ৯ দফা দাবি পাঠ করেন তিনি।

এ সময়ে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন রামগঞ্জ উপজেলা সহ সভাপতি মামুনুর রশিদ, জয়েন্ট সেক্রেটারি হাফেজ মাকসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান সম্পাদক আব্দুর রব আল মামুন, শ্রমিক আন্দোলন উপজেলা সভাপতি আনোয়ার জমাদ্দার, ইসলামী যুব আন্দোলন উপজেলা সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম, ইসলামী ছাত্র আন্দোলন উপজেলা সভাপতি শাহাদাত হোসেনসহ নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.