৬০ বছরের মধ্যে ১ম অবাছাই নারী খেলোয়াড় হিসেবে উইম্বলডনের ফাইনালে উঠে সবাইকে চমকে দেন মারকেতা ভন্দ্রুসোভা।
চেক প্রজাতন্ত্রের এই টেনিস তারকার সামনে আজ হাতছানি ছিল ইতিহাস গড়ার। তিউনিসিয়ার ওনস জাবেরের বিপক্ষে আজ উইম্বল্ডনের নারী এককের ফাইনালে রীতিমত দাপট দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ভন্দ্রুসোভা। জাবেরকে সরাসরি সেটে ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে ইতিহাস গড়ে উম্বলডন চ্যাম্পিয়ন হয়েছেন ২৪ বছর বয়সী এই চেক তারকা।
বিস্তারিত আসছে…