আগামী আগস্ট মাসে ৫ থেকে ১২ বছরের শিশুদের করোনার টিকার আওতায় আনার পরিকল্পনায় করছে সরকার। টিকা পেতে এসব শিক্ষার্থীর জন্ম নিবন্ধন লাগবে। ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর দিয়ে এসব শিক্ষার্থীদের টিকা পেতে সুরক্ষা অ্যাপ বা ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক নোটিশে এসব তথ্য জানানো হয়েছে।
আগামী আগস্ট মাসে ৫ থেকে ১২ বছরের শিশুদের করোনার টিকার আওতায় আনা হবে বলে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
দেশে ৫-১২ বছর বয়সী শিশুর সংখ্যা দুই কোটি ২০ লাখের বেশী। তাদের জন্মসনদ দিয়ে সুরক্ষা অ্যাপে টিকার নিবন্ধন করতে হবে। যারা এখনো নিবন্ধন করেনি, তাদের অভিভাবকদের শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন করতে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী।