সোমবার, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ,২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অনুমোদিত, রেজি:নং ৭৮

৫ হাজার টাকার ঋণ ২২ হাজারেও পরিশোধ হয়নি

Array

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে এক বৃদ্ধের বয়স্ক ভাতা থেকে কৃষি ঋণের টাকা জোরপূর্বক আদায় করার অভিযোগ উঠেছে কৃষি ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে। ৫ হাজার টাকার ঋণ পরিশোধের নামে গত ৮ বছরে বয়স্ক ভাতা থেকে ২২ হাজার টাকা কেটে নিলেও ঋণের বোঝা থেকে মুক্তি পাননি প্রাণ হরি দাস।
জোরপূর্বক ঋণের টাকা বয়স্ক ভাতা থেকে কেটে নেওয়ায় মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে প্রাণ হরি দাস কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার কাছে অভিযোগ করেন।
ভুক্তভোগী ওই বৃদ্ধ কমলনগর উপজেলা চর কাদিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত কামিনী কুমার দাসের ছেলে।
প্রাণ হরি দাস জানান, ১৯৯৮ সালে কৃষি ব্যাংক তোরাবগঞ্জ শাখা থেকে ৫ হাজার টাকার কৃষি ঋণ নেন। গত ৮ বছর ধরে ওই ঋণ পরিশোধের নামে ভাতা উত্তোলনের দিন উত্তোলিত টাকা থেকে ঋণের টাকা কেটে নেয় ব্যাংক। এভাবে ভাতা থেকে ২২ হাজার টাকা কেটে নিলেও আরও টাকা দাবি করছেন ব্যাংক কর্মকর্তারা।
বর্তমানে আমি অসুস্থ অবস্থায় অভাবে রয়েছেন প্রাণ হরি দাস। তিনি জানান, গত ৭ জুলাই ব্যাংকে বয়স্ক ভাতার ৩ হাজার টাকা উত্তোলন করতে যান। এ সময় ব্যাংক তাকে ১ হাজার টাকা দিয়ে ঋণের নামে বাকি ২ হাজার টাকা কেটে নেয়।
জানা গেছে, ১৯৯৮ সালে প্রাণ হরি দাসের ছেলে মেঘনাথ দাস তার বাবার নামে ৫ হাজার টাকা ঋন নেন। অসহায় ওই বৃদ্ধ ঋণের টাকা পরিশোধ করতে না পারায় ২০০২ সালে কৃষি ব্যাংক তোরাবগঞ্জ শাখা থেকে উকিল নোটিশ দেওয়া হয়। ওই উকিল নোটিশে সুদ-আসলসহ ৭ হাজার ২শ’ টাকা পরিশোধ করতে বলা হয়।
সরজমিনে ব্যাংকে গিয়ে দেখা যায়, ব্যাংক নথিতে ২০০৯ সালে প্রাণ হরি দাসের নামে ৬ হাজার টাকার ফের ঋণ নেওয়ার তথ্য মেলে। কিন্তু প্রাণ হরি দাস এ ব্যাপারে কিছুই জানেন না।
অনুসন্ধানে জানা যায়, ব্যাংক কর্মকর্তারা মাঠে গিয়ে ঋণ আদায় না করে নির্দিষ্ট সময় এলে ঋণ পরিশোধ দেখিয়ে ফের নতুন করে ঋণের খাতা খুলে ওই বৃদ্ধের নামে। এভাবে বৃদ্ধের নামে তিনবার ঋণ গ্রহণ দেখায় ব্যাংক। এদিকে ৫ বছর আগে প্রাণ হরি দাসের ছেলে মেঘনাথের মৃত্যু হয়। একা হয়ে পড়েন অসহায় ওই বৃদ্ধ।
এ ব্যাপারে কৃষি ব্যাংক তোরাবগঞ্জ শাখার ব্যাবস্থাপক আবদুল কাইয়ুমের কাছে জানতে চাইলে তিনি জানান, দুইবার তার নামে ঋণ নবায়ন করা হয়েছে; লোকবলের অভাবে মাঠে গিয়ে ঋণের টাকা আদায় সম্ভব হয়নি। বয়স্ক ভাতা থেকে ঋণ পরিশোধে ২২ হাজার টাকা কেটে নেওয়ার কথা স্বীকার করেন আবদুল কাইয়ুম। আরও প্রায় ২ হাজার টাকা ব্যাংক পাওনা রয়েছে বলেও জানান তিনি।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, বৃদ্ধের অভিযোগ পেয়ে ব্যাংক ব্যবস্থাপকের কাছে বিষয়টি জানতে চাওয়া হয়েছে।

সর্বশেষ

টানা তৃতীয়বার ক্ষমতায় এরদোয়ান

তুরস্কের দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনের ভোঠে জিতে গেছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। প্রথম দফা তিনি এগিয়ে ছিলেন ভোটেও । বিভিন্ন বিদেশি পরিসংখ্যান ও সমীক্ষাকে ভুল...

আইপিএলে ফের বৃষ্টি, ফাইনালের ভাগ্য গড়াবে কত ওভারে?

গুজরাট টাইটানস ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার আইপিএল ফাইনাল হওয়ার কথা আজ। কিন্তু দুর্ভাগ্য...

প্রীতি ম্যাচে জন্য ব্রাজিলের দল ঘোষণা, নেই নেইমার

ভিনিসিয়ুস জুনিয়রের সাথে সম্প্রতি ঘটে যাওয়া বর্ণবাদী আচরণের ঘটনায় কয়েক দিন ধরেই প্রতিবাদের ঝড়...

চলচ্চিত্রে শাকিবের ২৪ বছর

চলচ্চিত্রে শাকিব খানের ২৪ বছর। দুইযুগ পূর্ণ হলো। ১৯৯৯-এর 'অনন্ত ভালোবাসা' থেকে শুরু হয়ে...

ফাইনাল খেলেই আইপিএলকে বিদায় জানাবেন রাইডু

জাতীয় দলকে বিদায় বলে দিয়েছিলেন আগেই। ঘরোয়া ক্রিকেটেও হয়ে পড়েছিলেন অনিয়মিত। এবার আইপিএলকেও বিদায়...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন গাজীপুরের পরাজিত মেয়র আজমত উল্লা খান

বাবুল খান, গাজীপুর প্রতিনিধঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সদ্য শেষ হওয়া গাজীপুর...