৫ মাসেও মেলেনি সাংবাদিক বদিউজ্জামানের উপর হামলার পিবিআই তদন্ত রিপোর্ট

শেয়ার

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জে আলোচিত সাংবাদিক দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার জেলার বিশেষ প্রতিনিধি ইংরেজি দৈনিক দ্য কান্ট্রি টুডে ও জনপ্রিয় অনলাইন পোর্টাল পল্লী নিউজ এর নোয়াখালী জেলা প্রতিনিধি মোঃ বদিউজ্জামান ( তুহিন) কে গত ২২জানুয়ারী সন্ধ্যা সাড়ে ৭টা স্হানীয় পৌরণ বিবি দঃ বাজার নতুন ব্রিজ সংলগ্ন পত্রিকা সংবাদ প্রকাশের জের ধরে কাদিরপুর ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন ও তার সাঙ্গ পাঙ্গরা সাংবাদিক মোঃ বদিউজ্জামান এর উপর নির্মম সন্ত্রাসী হামলা চালায়। কিল, ঘুষি,লাথি মেরে মাটিতে ফেলে গুরুতর আহত করে। ইট দিয়ে আঘাত করার সময় স্থানীয় জনতা তাকে উদ্ধার করে বেগমগঞ্জ ৫০ বিশিষ্ট হসপিটাল এ ভর্তি করে। এ ঘটনায় সাহসী সাংবাদিক মোঃ বদিউজ্জামান বাদী হয়ে চীফ জুডিশিয়াল আদালতে মামলা করেন।বিজ্ঞ বিচারক কাজী সোনিয়া আক্তার পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। দীর্ঘ ৫ মাস পেরিয়ে গেলে ও তদন্তকারী কর্মকর্তা পিবিআই (ওসি) সুবাস চন্দ্র পাল তদন্তের পর আদৌ আদালতে রিপোর্ট দিচ্ছেন না। রহস্য কি! উল্টো সাংবাদিক মোঃ বদিউজ্জামান ( তুহিন) কে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে ।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.