৪৭ জন শ্রমিককে ট্রেনের টিকিট করে দিলেন আ.লীগ নেতা

শেয়ার

রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী এলাকা থেকে উত্তরে ধান কাটতে যাওয়া ৪৭ জন শ্রমিককে ট্রেনের টিকিট করে দিলেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এনামুল হক। মঙ্গলবার (২৫ এপ্রিল) রাজশাহী থেকে পার্বতীপুরগামী উত্তরা ট্রেনের টিকিট করে দেন তিনি। এ সময় আড়ানী রেলস্টেশনে শ্রমিকদের তিনি বিভিন্ন পরামর্শ দেন।

জানা গেছে, নাটোর, নওগাঁ, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার গ্রামে গ্রামে বোরো ধান পাকা শুরু হয়েছে। গত সপ্তাহ থেকে পুরোপুরি ধান কাটা শুরু হয়েছে। এ সময় বাঘা উপজেলায় তেমন কোনো কাজ থাকে না। এ কারণে অলস দিন কাটে কৃষি শ্রমিকদের। ধার-দেনা করে সংসার চালাতে গিয়ে অনেকেই ঋণগ্রস্ত হয়ে পড়েন।

উত্তরের ধান চাষিরা বাঘা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খোঁজ করে কৃষি শ্রমিক নিয়ে যায়। প্রতিদিন সহস্রাধিক কৃষি শ্রমিক নিজ নিজ এলাকা থেকে ট্রেন, ট্রাক, ভটভটিতে কাজের সন্ধানে যাচ্ছেন। আড়ানী এলাকার ৪৭ জন শ্রমিককে ট্রেনের টিকিট করে দিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন আড়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক।

এ বিষয়ে শ্রমিক আজগর আলী জানান, এখন আমাদের এলাকায় কাজ নেই। আমরা আড়ানীর ঝিনা, বেড়েরবাড়ি, নুরগর গ্রামের ৪৭ জনের একটি দল নওগাঁর আত্রাই এলাকায় ধান কাটার কাজে যাচ্ছি। স্থানীয় আওয়ামী লীগের এক নেতা সবাইকে ট্রেনের টিকিট করে দিয়েছেন। আমরা খুব খুশি।

আড়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, এ ইউনিয়ন থেকে পর্যায়ক্রমে প্রায় এক হাজার শ্রমিক বিভিন্ন এলাকায় ধান কাটতে গেছে। খোঁজ নিয়েছি, তারা ভাল আছে, তারা ধান কাটতে শুরু করেছে। তাদের সাবধানে থাকতে এবং কাজ করতে এবং বেশি করে পানি পান করার পরামর্শ দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.