তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি:
ভোট বর্জনের দাবি জানিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীতে লক্ষ্মীপুরে মিছিল করেছে ছাত্রদল। সোমবার (১ জানুয়ারি) দুপুর জেলা ছাত্রদলের ব্যানারে এ আয়োজন করা হয়েছে।
মিছিলটি কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির লক্ষ্মীপুর শহরের পুরাতন গোহাটা এলাকার বাসা থেকে গোডাউন রোড গিয়ে শেষ হয়।
বক্ত্যারা বলেন বিএনপির গণতন্ত্র প্রতিষ্ঠার আওয়ামী সরকারকে হটানোর জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। এছাড়াও দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য কেন্দ্রীয় সকল কর্মসূচিতে রাজপথে থাকারও আহ্বান জানানো হয়। এসময় নেতাদের মুক্তির দাবি জানিয়ে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেয় নেতাকর্মীরা।
জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মামুনুর রশিদ, লক্ষ্মীপুর পৌর বিএনপির সদস্য সচিব নিজাম উদ্দিন, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সৈয়র রশিদুল হাসান লিংকন, প্রমুখ।