৩৬ তম জন্মবার্ষিকীতে সবার কাছে দোয়া চেয়েছেন আবু ফয়সাল আল জুবায়ের

শেয়ার

Nagadসোলাইমান ইসলাম নিশান: লক্ষ্মীপুর আশুরা জেনারেল হাসপাতালের মানবিক পরিচালক আবু ফয়সাল আল জুবায়ের ৩৬ তম জন্মবার্ষিকীতে সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি ছোটবেলা থেকে মানুষের পাশে এবং অসহায় দরিদ্রের পাশে সহযোগিতা সহ , আশুরা হাসপাতালের পরিচালনা পদে দায়িত্বপ্রাপ্তির পর থেকে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে করোনার দুঃসময়ে যখন মানুষ রোগী দেখলে ভয় পেতো অনেকে ভয়ে হাসপাতাল বন্ধ করে দিয়েছিল কিন্তু আবু ফয়সাল আল জুবায়ের জিমি এর পরিচালনায় এবং হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাক্তার মোঃ জাকির হোসেনের সক্রিয় ভূমিকায় সকল করোনা রোগির চিকিৎসা সেবা সহ, আক্রান্ত রোগীর বাড়িতে অক্সিজেন সেবা যাবতীয় চিকিৎসা সেবা পরিচালনা করে গিয়েছেন।

এছাড়াও তিনি তার হাসপাতাল পরিচালনার ফাঁকে তার পরিচালিত আশুরা মেডিকেল হলে ২৪ ঘন্টা যেকোনো ধরনের ওষুধ সেবা প্রয়োজনে গভীর রাতে মানুষের বাড়িতে পৌঁছিয়ে দেয়া সহ যাবতীয় সেবামূলক কাজে সম্মানিত এলাকার বাসির পাশে ছিলেন এবং থাকবেন এই অঙ্গীকার ব্যক্ত করে সবার কাছ থেকে দোয়া কামনা করেছেন।

তার জন্মবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ তাঁতী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন মোল্লা, লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল হাসান পলাশ, এছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন শেখ মনির হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক তাঁতী লীগ ঢাকা মহানগর উত্তর এছাড়া শুভেচ্ছা জানিয়েছেন তার সকল পরিচিত বন্ধু বান্ধব এবং আত্মীয়-স্বজন সহ সকল শুভাকাঙ্ক্ষীরা

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.