দ্বিতীয় দিনের প্রথম বলেই লেগ বিফোরের ফাঁদে পড়লেন শরিফুল ইসলাম । তাতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের ১ম ইনিংসে ৩১০ রানেই গুটিয়ে গেল বাংলাদশ। দলের পক্ষে সর্বোচ্চ ৮৬ রান করেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। এছাড়াও দ্বিতীয় সর্বোচ্চ রান করেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক।
এর আগে দিনের শুরুটা ভালোই করছিল বাংলাদেশ। কিন্তু ব্যাটসম্যানদের অযাচিত কয়েকটি আউটে ব্যাকফুটে চলে যায়। শেষ ২৯০ রান তুলতেই হারিয়ে ফেলে ৯ উইকেট। শঙ্কা জাগে ৩০০ এর আগেই অলআউট হওয়ার ।
কিন্তু শরিফুল ইসলাম ও তাইজুল ইসলামের ব্যা ভর করেই তিনশ পার করে বাংলাদেশ।
নিউজিল্যান্ডর পক্ষে বল হাতে গ্লেন ফিলিপস ৪টি উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন কাইল জেমিনস ও এজাজ প্যাটেল।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা খুব একটা মন্দ হয়নি বাংলাদেশের।