আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী অসহায় বঞ্চিত ও এতিম শিশু পরিবারের মাঝে ইফতার সামগ্রী, মাদরাসা ও এয়াতিমখানায় পবিত্র মাহে রমজানের উপহার সামগ্রী বিতরন করার ঘোষনা দিয়েছেন জেড ফোর্স রামগঞ্জ সেক্টর প্রবাসী ফোরামের সদস্য ও বিতরন কাজের সমন্নয়ক বেলালুন নবী ভুইঁয়া।
৩এপ্রিল সকালে রামগঞ্জ পৌরসভার সাতারপাড়া দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ইফতার ও নির্মান কাজ বাবদ নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে সেক্টর ফোরামের নেতৃবৃন্দ এসব কথা বলেন।
জেড ফোর্স রামগঞ্জ সেক্টর প্রবাসী ফোরামের উদ্যোক্তা ও সাধারন সম্পাদক ইকবাল ফরিদের পরিচালনায় ও সভাপতি কাজি সাদিকুল হায়দার বাবলুর দিক নির্দেশনায় বিতরন কাজে অংশ নেন জেড ফোর্স রামগঞ্জ সেক্টর প্রবাসী ফোরামের সন্মানিত সদস্য ও বিতরন কাজের সমন্নয়ক বেলালুন নবী ভুইঁয়া, সি:সহ- সভাপতি জসিম পাটোয়ারি, সন্মানিত সদস্য শেখ মো: ফারুক, সন্মানিত সদস্য মোঃ মামুন হোসেন, মো: বাহার গাজী, মো: হেনজু হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, রামগঞ্জ পৌর ১,২,৩ সংরক্ষিত নারী কাউন্সিলর জনি মজুমদার। বিতরন কার্যক্রমের শুরুতে সুভেচ্ছা বক্তব্য রাখেন, সন্মানিত সদস্য ও বিতরন কাজের সমন্নয়ক বেলালুন নবী ভুইঁয়া, সিনিয়র সহ- সভাপতি জসিম পাটোয়ারি ও কাউন্সিলর জনি মজুমদার।
ইফতার বিতরনের পর্ব শেষে সাতারপাড়া দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ইফতার ও নির্মান কাজ বাবদ নগদ অর্থ প্রদান, রামগঞ্জ জামিয়া মাদানিয়া মাদ্রাসা, আউগানখিল কাছেমিয়া উলূম মাদ্রাসা, সোনাপুর জামিয়া আশরাফিয়া মাদ্রাসা, স্রীরামপুর আল হাবিব কওমি মাদ্রাসায় পবিত্র কোরআন শরিফ বিতরন করেন, এরপর উওর জগতপুর হাফেজিয়া মাদ্রসায় নগদ অর্থ প্রদান ও ইফতার সামগ্রী বিতরন শেষে বীর মুক্তিযোদ্ধা রামগঞ্জ উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মরহুম শেখ মো: বদরুদ্দোজার কবর জেয়ারত করা হয়।