বাবুল খান, জেলা প্রতিনিধি (গাজীপুর)
গাজীপুরের শ্রীপুরে ২৬ বছর পর মায়ের কোলে ফিরে এলেন হারিয়ে যাওয়া আসাদুজ্জামান। এই খবরে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। ছেলেকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে উঠেন গর্ভধারিণী মা। উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ধলাদিয়া গ্রামের মৃত আব্দুল কাদির আকন্দের ছেলে আসাদুজ্জামান। তার ছোট চারটি বোন আছে।
মা আনোয়ারা বেগম জানান, ছেলে গাজীপুরের কাজী আজিমউদ্দিন কলেজে পড়াশোনা করত। সে খুবই মেধাবী ছাত্র ছিল। ১৯৯৭ সালে ডিগ্রি পরীক্ষায় অংশ নেয়। একটি পরীক্ষা বাকি থাকতে ছেলে নিখোঁজ হন।
তিনি আরও জানান, আমার প্রতিবেশীর এক আত্মীয় বাড়ি বরিশালে। কিছুদিন পূর্বে আমাদের বাসায় বেড়াতে এসে ছেলের ছবি ঘরে টানানো দেখে জানতে চায় এটা কার ছবি। তখন আমি হারিয়ে যাওয়া ছেলের ছবি বললে তাকে চেনেন এবং বরিশাল মেহেদীগঞ্জে তাদের এলাকায় থাকেন বলে জানান। এভাবে তার সন্ধান পাই আমরা। আসাদুজ্জামানের ভাগিনা ছাব্বির জানান, মামা বাড়িতে আসার খবরে আশপাশের লোকজন এবং আত্মীয়-স্বজন দলবেঁধে দেখতে আসছে। মামাকে ফিরে পেয়ে সবাই আনন্দিত।
রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল কাদির বলেন, এতদিন পর আসাদুজ্জামান বাড়িতে ফিরে আসার খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমি নিজেও তাকে তার মায়ের কাছে ফিরে আসতে দেখে আনন্দিত হয়েছি।