২৫ কোটি টাকার টিকিট বিক্রি ‘প্রিয়তমা’র!

শেয়ার

পবিত্র ঈদুল আজহায় মুক্তির পর থেকে চিত্রনায়ক শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমার আয় কোনোভাবেই থামছে না। ইতোমধ্যে ঈদের এক নম্বর ও ব্লকবাস্টার হওয়ার সাফল্য ছুঁয়েছে হিমেল আশরাফ পরিচালিত এ সিনেমাটি। এখন পর্যন্ত প্রায় ২৫ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে।

জানা গেছে, ঈদে শুধু দেশে ১০৭টি প্রেক্ষাগৃহে মুক্তির পর প্রথম সপ্তাহেই ১০ কোটি ৩০ লাখ টাকার টিকিট বিক্রি হয় ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের সিনেমা ‘প্রিয়তমা’র। সেই ধারাবাহিকতা বজায় থাকে সিনেমাটি মুক্তির দ্বিতীয় সপ্তাহেও। পরবর্তী সাত দিনে ৮ কোটি ৫৫ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে ‘প্রিয়তমা’র।

তৃতীয় সপ্তাহে দেশের ৮৪টি প্রেক্ষাগৃহে ৫ কোটি ৭৫ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে এই সিনেমার। সব মিলিয়ে প্রথম তিন সপ্তাহে ‘প্রিয়তমা’র টিকিট বিক্রির পরিমাণ ২৪ কোটি ৬০ লাখ টাকা।

বিষয়টি সিনেমার পরিচালক হিমেল আশরাফ গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন।

তিনি জানান, চতুর্থ সপ্তাহে এসেও রেন্টাল দিয়ে দেশের ৬৩টি সিনেমা হলে প্রিয়তমা প্রদর্শিত হচ্ছে। এদিকে দেশের প্রেক্ষাগৃহের সঙ্গে দেশের বাইরেও দর্শক জনপ্রিয়তায় শীর্ষে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা। যুক্তরাষ্ট্র ও কানাডায় ৪২টি প্রেক্ষাগৃহে প্রথম সপ্তাহে প্রায় ১ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে সিনেমাটির।

রোমান্টিক-অ্যাকশন ধাঁচের সিনেমা ‘প্রিয়তমা’। আরশাদ আদনানের প্রযোজনায় ছবিটির কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন।এতে শাকিবের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করছেন কলকাতার ইধিকা পাল।

ছবিটিতে আরও অভিনয় করছেন-কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.