২০২৪ টি-টোয়েন্টি মহিলা বিশ্বকাপ বাংলাদেশে

শেয়ার

২০২৪ সালের টি-২০ মহিলা বিশ্বকাপ হবে বাংলাদেশে। দ্বিতীয়বারের মতো নরী ক্রিকেটের বড় ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ।

এর আগে ২০১৪ সালে ছেলেদের টি-২০ বিশ্বকাপের পাশাপাশি নারীদের বিশ্বকাপও আয়োজনের সুযোগ পেয়েছিল বাংলাদেশ।

মঙ্গলবার বার্মিংহামে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশের পর অর্থ্যাৎ ২০২৫ সালে এই ফরমেটের বিশ্বকাপ আয়োজন করবে ভারত। আর ২০২৬ সালের টি-২০ নারী বিশ্বকাপ ইংল্যান্ডের মাটিতে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.