সোমবার, ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ,২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অনুমোদিত, রেজি:নং ৭৮

কমলনগরের মেঘনায় বেপরোয়া জলদস্যুরা, আতঙ্কে জেলে

Array

১৫ নৌকায় ডাকাতি, ৯জেলে অপহরণ
কমলনগর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে জলদস্যুরা বেপরোয়া হয়ে উঠেছে। গত দুই সপ্তাহে অন্তত ১৫টি জেলে নৌকা দস্যুদের কবলে পড়ে। ওইসব নৌকার মাঝিও জেলেসহ ৯জনকে অপহরণ করে মুক্তিপণ আদায় করা হয়। নদীতে জেলেদের ওপর জলদস্যুদের হানা ও অপহরণের ঘটনায় সাধারণ জেলেদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

অনুসন্ধানে জানা গেছে প্রভাবশালী কয়েকজন আড়ৎদারের যোগসাজসে বেচে-বেচে নিরীহ জেলেদের মাছ ধরার নৌকায় হানাদেয় জলদস্যুরা। লুটে নেয় ঝালানি তেল, মাছ, জাল ও মোবাইলসহ নগদ টাকা।

সোমবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার লুধুয়া ঘাট, পাতাবুনিয়া খালসংলগ্ন নদী ও মাতাব্বরনগর এলাকার অদুরে মেঘনা নদীতে ৮টি জেলে নৌকায় হানা দেয় জলদস্যুরা। এ সময় অস্ত্রের মুখে ৩ জেলেকে অপহরণ করে। অপহৃত জেলেরা হলেন চর ফলকনের বাসিন্দা আলী আহমদের ছেলে আবদুল মন্নান (৪০), একই গ্রামের বাকলাই মিয়ার ছেলে গিয়াস উদ্দিন (৩২) ও পাশ্ববর্তী পাটারিরহাট ইউনিয়নের বাচ্চু মাঝি (৪২)। পরদিন বুধবার (৮ ফেব্রুয়ারি) ভোর রাতে ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে ওই ৩ জেলেকে ছেড়ে দেয় দস্যুরা। এর আগে গত ১৯ জানুয়ারি রাতে পাটারিরহাট ইউনিয়নের বাসিন্দা কালু মাঝি, সফিক মাঝি, চৌকির মাঝি ও মুন্সিরহাট এলাকার আজাদ মাঝিসহ ৬ জেলেকে অপহরণ করা হয়। পরদিন ২০ জানুয়ারি রাতে ২০ থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত মুক্তিপণ আদায় করা হয়। এছাড়া আরও ৮/১০টি জেলে নৌকার জেলেদের ধাওয়া করার খবর পাওয়া গেছে।

মুক্তিপণ দিয়ে আসা জেলেরা জানায়, নদীতে মাছ শিকারের সময় জলদস্যুরা অস্ত্রের মুখে তাদের তুলে নিয়ে ভোলার সীমান্তবর্তী চরে নিয়ে আটকে রাখে। এসময় তাদের উপর শারিরীক নির্যাতন করা হয়। জেলেদের ব্যবহৃত মোবাইল দিয়ে পরিবারের কাছে মুক্তিপণ দাবী করে; না দিলে হত্যার হুমকি দেয়। পরে পরিবারের লোকজন বিকাশের মাধ্যমে মুক্তিপণ দেয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জেলে জানায়, উপজেলার বিভিন্ন মাছ ঘাটের প্রভাবশালী আড়ৎদারদের নৌকায় জলদস্যুরা হানা না দিয়ে সাধারণ জেলেদের নৌকায় হানা দেয়, মারধর ও অপরণ করে। এমন পরিস্থিতিতে রাতে মেঘনায় মাছ ধরা অসম্ভব হয়ে পড়েছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, নদীতে জেলে নৌকা ডাকাতি ও জেলে অপহরণের ঘটনায় ২৪ জানুয়ারি ৩ জলদস্যুকে গ্রেফতার করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেফতার করতে চেষ্টা চলছে।

সর্বশেষ

রাম চরণের নায়িকা হচ্ছেন রাভিনার ১৭ বছর বয়সী কন্যা!

রাম চরণ, ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা। তাকে নিয়ে নির্মাতা বুচি বাবু সানা একটি ছবি নির্মাণ করছেন। ৩০০ কোটি রুপি বাজেটের এই সিনেমায় এরই...

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে শেষ প্রস্তুতি ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের...

শ্রীপুরে অপহৃত স্কুলছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার

বাবুল খান,গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে স্কুলছাত্র অপহরণের পাঁচ দিন পর বাড়ি থেকে আট কিলোমিটার দূরে...

মহাত্মা গান্ধীর ১৫৪তম জন্মবার্ষিকী আজ

'মহাত্মা' শব্দটিকে যদি ভাঙা যায়, তবে তার অর্থ হয় 'মহান আত্না যার'। বিশ্বে এই...

সংসদ নির্বাচনের মহাযজ্ঞ শুরু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মযজ্ঞ চলছে নির্বাচন কমিশনে। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং...

নিবন্ধিত নিউজ পোর্টাল ছাড়া কেউ মোবাইল লাইভ করতে পারবে না: জেলা প্রশাসক

সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেছেন, নিবন্ধিত নিউজ পোর্টাল এবং প্রিন্ট পত্রিকার নিবন্ধিত...