নারী ‘এ’ দলের শ্রীলঙ্কা সফরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ। আজ শুক্রবার কলম্বোর পি সারা ওভালে স্বাগতিক মেয়েদের ১০৫ রানে হারিয়েছেন বাংলাদেশ নারী ‘এ’ দল। এর আগে প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক মেয়েদের ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা।
কাগজে-কলমে ‘এ’ দলের সিরিজ হলেও আসন্ন নারী বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারকে নিয়েই শ্রীলঙ্কা সফরে খেলছে বাংলাদেশ। জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছাড়াও আছেন অভিজ্ঞ জাহানারা ও শামীমা সুলতানারাও।