হ্যালো এসপি’ নম্বরে কল দিলেই নেত্রকোণায় মিলবে পুলিশের সর্বোচ্চ সেবা

শেয়ার

নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোনা জেলার পুলিশ সুপার ফয়েজ আহমেদ যোগদানের পর নেত্রকোনা জেলায় জনগণের সেবায় চালু করলেন ‘হ্যালো এসপি’ নামে সেবা নেওয়ার এক পলিসি। যা তিনি নিজেই মনিটরিং করেন।

যেমন (৯৯৯) বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সেবাদানকারী একটা পলিসি, ঠিক সেইরকম (৯৯৯) এর আদলে ‘হ্যালো এসপি’ নেত্রকোনা (01320-105099) নম্বরে ফোন দিলে নেত্রকোনা জেলার ১০টি থানায় সেবা নিতে আসা ব্যক্তিরা সর্বোচ্চ সেবা পাবেন।

নেত্রকোনা জেলার ১০ থানার পুলিশ কর্মকর্তাগণ জানান, ‘হ্যালো এসপি’ নেত্রকোনা চালুর পর থেকে অনেকেই (01320-105099) নাম্বারে কল করে পুলিশের সেবা পেয়েছেন।

নেত্রকোনা পুলিশের একাধিক সর্বোচ্চ কর্মকর্তা জানান, নেত্রকোনা জেলার দক্ষ, সৎ, বিচক্ষণ, পরিশ্রমী এবং মানবিকখ্যাত আমাদের এসপি স্যার ফয়েজ আহমেদ আসার পর থেকেই নতুনত্ব ও বেশকিছু চমক দেখাচ্ছেন। যেমন ‘হ্যালো এসপি’ নেত্রকোনা চালু করাতে সেবা নিতে আসা মানুষেরা নিকটতম থানায় সঠিক সেবাই পাচ্ছেন, কারণ এই ওয়েবসাইটটি স্যার নিজেই মনিটরিং করেন তাছাড়াও এসপি স্যার লাইফ ব্লাড কার্যক্রম, নারী, শিশু ডেস্ক, পুলিশ লাইন্সের প্রতি নজর সহ ১০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি খেয়াল রাখা এবং কঠোর নির্দেশনা দেওয়া থেকে শুরু করে সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছেন।

‘হ্যালো এসপি’ নেত্রকোনা চালু প্রসঙ্গে নেত্রকোনা জেলার পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন, ‘হ্যালো এসপি’ নেত্রকোনা সেবা চালু করার কারণ হলো সেবা নিতে আসা দর্শনার্থীরা পুলিশি হ্যারেসম্যান্ড বা হয়রানির শিকার না হয়। যেকোনো মূহুর্তে যেকোনো ব্যক্তি ‘হ্যালো এসপি’ নেত্রকোনা (01320-105099) এই নাম্বারে ফোন দিলে সর্বোচ্চ সেবা পাবেন কারণ আমি সেটা মনিটরিং করি। ‘হ্যালো এসপি’ নেত্রকোনা চালুর পর থেকে অনেকেই নিজ নিজ থানা থেকে পুলিশের সর্বোচ্চ সেবাটাই পাচ্ছে।

তিনি আরো বলেন, নেত্রকোনা জেলার মানুষের সেবার মান উন্নত করার লক্ষ্যে ১০টি থানায় ম্যাসেজ দেওয়া আছে টহলকারী আরও বৃদ্ধি করার। আমার দেওয়া ম্যাসেজ আমার ম্যাসেজ পুলিশ কর্মকর্তারা পালনের মাধ্যমে জনগণের জানমাল রক্ষার্থে কাজ করে যাচ্ছে। নেত্রকোনা জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাদক নির্মূলের জন্য আমার পুলিশ বাহিনীকে কড়া নির্দেশ দেওয়া আছে।

পরিশেষে, দক্ষ এবং সুযোগ্য পুলিশ সুপার ফয়েজ আহমেদ নেত্রকোনা জেলাকে মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত করার লক্ষ্যে জনগণকে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.