নিউজিল্যান্ড সফর বাংলাদেশের জন্য বিভীষিকারই এক নাম। সাদা বলের ক্রিকেটে এখন অবধি দেশটিতে কোনো ম্যাচ জেতা হয়নি। এই রেকর্ড বদলানো যায়নি এবারের নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ম্যাচেও। দুটিতেই হেরে গেছে বাংলাদেশ।
এখন অবধি কিউইদের মাটিতে টানা ছয়টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। শনিবার সকালে এবারের সিরিজের শেষ ম্যাচ হারলে সংখ্যাটা দাঁড়াবে সাতে। সেটি যেন না হয়, তার জন্য দোয়া চেয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
শুক্রবার নেপিয়ারে হওয়া সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আপনি যেটা বললেন আরেকটা হোয়াইটওয়াশের সাক্ষী হওয়ার সামনে। দোয়া করেন যেন এটা না হয়। ’ সিরিজের শেষ ম্যাচে হারতে চান না শান্ত। দ্বিতীয় ম্যাচে হারতে হয়েছে সাত উইকেটের বড় ব্যবধানে। প্রথমটিতে অবশ্য বৃষ্টির বাধায় ম্যাচ নেমে এসেছিল কেবল ৩০ ওভারে। ওই ম্যাচে নিজেদের দুর্ভাগা মনে করছেন শান্ত।