হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দেওয়া প্রতিষ্ঠান গুলোর সংস্কার ছাড়া নির্বাচন নয়: মাহফুজ 

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

ফ্যাসীবাদী হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দেওয়া প্রতিষ্ঠান গুলোর সংস্কার ছাড়া কোন নির্বাচন নয় বলে মন্তব্য করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা মোঃ মাহফুজ আলম। সম্মিলিত রামগঞ্জবাসীর আয়োজন শনিবার বিকেলে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেছেন তিনি।

রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ দিদারুল ইসলাম সভাপতিত্বে উপদেষ্টা মাহফুজ আলম আরো বলেছেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন রাষ্ট্র গ্রঠনের সুযোগ পেয়েছিলাম। কিন্তু দেখতে পেলাম আমাদের মাঝে ঐক্যের ঘাটতি রয়েছে। তিনি বিগত সরকার প্রধানের সমালোচনা করে বলেন, শেখ হাসিনা যেসব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোকে ধ্বংস করে দিয়েছে এবং যে প্রতিষ্ঠান গুলো শেখ হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে টিকিয়ে রেখেছিলো। যাদের আক্রোশে শিশু গুমের শিকার হয়েছে, মা-বোন খুন-গুম ধর্ষনের শিকার হয়েছে। রাজনৈতকি নেতা কর্মীরা আক্রমনের শিকার হয়েছে। সেসব প্রতিষ্ঠানের সংস্কার আর দালালদের বিচার ছাড়া কোন নির্বাচন নয়। তিনি বলেন, আওয়ামীলীগ দিল্লীর কোলে আশ্রয় নিয়ে যদি আবারো আমাদের দিকে চোখ রাঙ্গাতে চায় আমরা বসে থাকবো না, আমরা আবারো লড়াই করবো।

রামগঞ্জ মডেল ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেন ও গৃদকলিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রী কলেজের প্রভাষক বাতিনের যৌথ সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মাহফুজ আলমের পিতা মোঃ আজিজুর রহমান বাচ্চু মোল্লা, রামগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মোঃ নাজমুল হাসান পাটোয়ারী, সাবেক আমীর মাষ্টার আবুল হোসাইন, রামগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব কুমার সাহা, ইসলামী আন্দোল বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা সহ-সভাপতি মোঃ জাকির হোসেন পাটোয়ারী, উপজেলা সভাপতি ডাঃ রফিকুল ইসলাম, হেফাজতে ইসলাম উপজেলা সভাপতি মাওঃ হাফেজ হারুনুর রশিদ, সাধারন সম্পাদক মাওঃ মোঃ আজিজুল হক সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে উপদেষ্টা মাহফুজ শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেণ। এরপূর্বে তিনি জুলাইয়ের বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত এবং আহত পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেণ। পরে সন্ধা ৭টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জেলার সকল সরকারী কর্মকর্তাদের সাথে আলোচনায় মিলিত হন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.