‘হাল্ট প্রাইজ ২০২৪’ এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

শেয়ার

পঞ্চমবারের মতো বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েটে) আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘হাল্ট প্রাইজ ২০২৪’ এর অন ক্যাম্পাস রাউন্ডের গ্র‍্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৩ ফেব্রুয়ারী) সকাল ৯.৩০ থেকে শুরু হয়ে বেলা ৩টা পর্যন্ত চলে এই প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক বিল্ডিং এ আয়োজিত ফাইনালে ১৬ টি দল অংশগ্রহণ করে।

হাল্ট প্রাইজ বাউয়েটের অন ক্যাম্পাস প্রোগ্রামে অ্যাডভাইজার হিসেবে আছেন- ইলেকট্রিকাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন এবং কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেখ তৌফিকুল ইসলাম এবং কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক বৃষ্টি রানী রায়। এবারের প্রোগ্রামে ক্যাম্পাস ডিরেক্টর ছিলেন উপল মন্ডল। হাল্ট প্রাইজ ২০২৪ এর প্রতিযোগিতার বিষয় হচ্ছে ‘আনলিমিটেড’ যা এসডিজির ১৭টি গোলের কমপক্ষে ১টি পূরণ করবে। প্রোগ্রামটি দুই পর্বে অনুষ্ঠিত হয়েছে। প্রথম পর্বে প্রতিযোগীরা তাদের আইডিয়া বিচারকদের সামনে উপস্থাপন করেন। ২য় পর্বে বিশেষ অতিথি রাজশাহী স্টার্টআপের ভাইস প্রেসিডেন্ট, LAB AR এর কো ফাউন্ডার ও চিফ টেকনিক্যাল অফিসার রাফিদুল ইসলাম প্রতিযোগীদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে সমাপনী বক্তব্য প্রদান করেন।

ফাইনালে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাউয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মিঠুন কুমার, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হাফিজুর রহমান এবং পোলারিশ অফিসের কান্ট্রি হেড ফাহমিদা সুলতানা দিশা।

উল্লেখ্য, হাল্ট প্রাইজ হলো শিক্ষার্থীদের নোবেল খ্যাত বিশ্বের সবচেয়ে বড় উদ্যোক্তা প্রতিযোগিতা যা প্রতিবছর বিশ্বের ১০০ এর অধিক দেশে আয়োজিত হয়ে থাকে। প্রতিযোগিতাটি জাতিসংঘ, ক্লিনটন ইনিশিয়েটিভস (আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এর সংস্থা) এবং হাল্ট ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল যৌথভাবে আয়োজন করে থাকে। এর মাধ্যমে জাতিসংঘ চিহ্নিত সমস্যার সমাধান এবং তা বাস্তবায়নের জন্য বিজয়ীদের ১ মিলিয়ন ডলার (বাংলাদেশী টাকায় প্রায় ৮ কোটি টাকা) পুরস্কার প্রদান করা হয়।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.