হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ‘ডাকবাক্স’

শেয়ার

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: এখন আর মানুষ চিঠি আদান-প্রদান করেনা। সব ডিজিটাল হয়ে গেছে। দেখছেন না-? দোকানের সামনে গত ত্রিশ বছর ধরে অবহেলায় ধুলাবালিতে পড়ে আছে। আমিও এখন আর চিঠি বিলি নিয়ে চিন্তা করিনা। সোমবার (৯ অক্টোবর) রায়পুর নতুন বাজার মোড়ে ওষুধ দোকানি হরি কমল সরকারের (৬৭) দোকানে গেলে এসব বলেন।

মেঘনা উপকূলীয় জনপদ রায়পুরে ডিজিটাল তথ্য প্রযুক্তির দাপটে হারিয়ে যাচ্ছে সেই পুরনো ঐতিহ্যবাহী ডাকঘরে “ডাকবাক্স”। এখন আর আগের মতো ডাক অফিসে লোকজনের আনাগোনা দেখা যায় না। ফলে ব্যক্তিগত চিঠির গুরুত্ব অনেক কমে গেছে। চিরচেনা ঐতিহ্যবাহী ডাকঘরের “ডাক বক্স” দিন বদলের ফলে ডিজিটাল যুগে হারিয়ে যাচ্ছে সমাজের থেকে।

রায়পুরে পৌরসভার মধ্যবাজারে পোষ্ট অফিস ও তার শাখা রয়েছে ৯টি। ১০টি ইউনিয়নের জন্য রাখালিয়া বাজারে পোষ্ট অফিস ও তার শাখা রয়েছে তিনটি এবং হায়দরগন্জবাজারে পোষ্ট অফিস ও তার শাখা রয়েছে তিনটি। সাব পোষ্ট অফিসগুলোতে এখন আর মানুষ আসা যাওয়া করেনা। মানুষ মোবাইলে কাজ করছেন। চিঠি লেনদেন ছাড়া কিছু হয়না পোষ্ট মাষ্টার জানান।

জানা যায়, ফেলে আসা দিনগুলোতে বার্তা প্রেরক ও মনের ভাব আদান প্রদান ক্ষেত্রে ডাক বিভাগের বিষয়টি অতি গুরুত্বের সাথে উচ্চারিত হয়েছিল। নব্বই দশক পর্যন্ত যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল চিঠি এবং জরুরি বার্তার জন্য টেলিগ্রাফ ও টেলিফোন। একমাত্র জেলা শহর ব্যতিত গ্রামীণ জনপদে টেলিফোনের ব্যবহার ছিল অত্যন্ত সীমিত। পরিবার কিংবা প্রিয়জনের চিঠির জন্য অপেক্ষায় থাকতেন প্রবাসীরা।

এখন নানা তথ্য প্রযুক্তির উন্নয়নে দিন বদলের ন্যায় পাল্টে গেছে সবকিছু। এখন এক নিমিশে খবরা খবর পৌঁছে যাচ্ছে ঘর থেকে বিশ্বের যেকোনো প্রান্তে। সেকেন্ডে আলাপ চলে অত্যাধুনিক মোবাইলে। শুধু মোবাইলে কথা বলছে না সাথে সাথে প্রিয় ব্যক্তির ছবিও দেখছেন। চোখের পলকে খবর পৌঁছে যাচ্ছে কম্পিউটারাইজম সিস্টেম তথ্য প্রযুক্তির আরেক মাত্রা ই-মেইলে। ডিজিটাল যুগের একধাপ পরিবর্তনের ফলে অচল হয়ে গেছে ডাকে চিঠি প্রেরণ ও টেলিগ্রাফের যুগ।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.