শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। টেস্টের প্রথম দিনেই ৫৫ রান জড়ো করতে ৫ উইকেট হারিয়ে ফেলে সফরকারী দল।
বৃষ্টির কারণে দ্বিতীয় দিন কোনো বল মাঠে গড়ায়নি। তৃতীয় দিন দ্বিতীয় সেশনে খেলা শুরু হলে নিউজিল্যান্ডের ইনিংস থামে ১৮০ রানে, পায় ৮ রানের লিড। এর জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেটে ৩৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ। নিউজিল্যান্ডকে অন্তত ২০০ রানের লক্ষ্য ছুঁড়ে দিতে চাওয়া বাংলাদেশ চতুর্থ দিনের শুরুটা করেছিল ভালোই।
তবে দলীয় ৭১ রানে মুমিনুল হক বিদায় নিলে খেই হারানোর শুরু। এরপর একে একে সাজঘরের পথের দিকে মিছিলে যোগ দেন ব্যাটাররা। একাকী লড়াই চালিয়ে গেছেন শুধু জাকির হাসান, চাপের মুখে পূর্ণ করেন ক্যারিয়ারের তৃতীয় অর্ধশতকও। ৯ম ব্যাটার হিসেবে সাজঘরে ফেরার আগে ৮৬ বলের মোকাবেলায় ৬টি চার ও ১টি ছক্কায় ৫৯ রান করেন জাকির। শেষপর্যন্ত ৩৫ ওভারে ১৪৪ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। কিউইদের পক্ষে এজাজ প্যাটেল ৬টি, মিচেল স্যান্টনার ৩টি ও টিম সাউদি একটি উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে টাইগারদের স্পিন ভেলকিতে দিশেহারা হয়ে পড়ে নিউজিল্যান্ড। টম ল্যাথাম প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সফল হতে পারেননি, ২৬ রান করে তিনি সাজঘরে ফেরার আগেই কিউইরা হারিয়ে ফেলে আরও তিনটি উইকেট।
দলীয় ৫১ রানে ৫ম উইকেটের পতন ঘটলে জয়ের সুবাস পাওয়া শুরু হয়। চা বিরতির আগে ষষ্ঠ উইকেটও হারিয়ে ফেলে কিউইরা। তবে ৭ম উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন গ্লেন ফিলিপস ও মিচেল স্যান্টনার। দুজনই বলের সাথে পাল্লা দিয়ে রান জড়ো করতে থাকেন। ফিলিপস ২২ বলে ১৭ ও স্যান্টনার ৭ বলে ৯ রান করে অপরাজিত থেকে চা বিরতিতে মাঠ ছাড়েন। তৃতীয় সেশনে এই দুজনই দলকে নিয়ে যান জয়ের বন্দরে। ৩৯.৪ ওভারে ৪ উইকেট হাতে রেখেই কিউইরা পেয়ে যায় জয়সূচক রান। ফিলিপস ৪৮ বলে ৪০ ও স্যান্টনার ৩৯ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ তিনটি, তাইজুল ইসলাম দুটি ও শরিফুল ইসলাম একটি উইকেট শিকার করেন।