কমলনগর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগর হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের (দাখিল পরীক্ষা ২০১৭) মিলাদও দোয়া অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় মাদ্রাসায় মাঠে অধ্যক্ষ জায়েদ হোছাইন ফারুকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন উপকুল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্লা চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য মুক্তিযোদ্ধা আবুনুর সেলিম, আক্তার হোসেন মিলন, মোস্তাফিজুর রহমান (আবু মাওলানা), শাহে আলম, উপাধ্যক্ষ দেলোয়ার হোসেনসহ অত্র মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও ছাত্র ছাত্রীবৃন্দ।