হবিগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের নব-নির্বাচিতদের স্বাগত জানিয়ে বানিয়াচংয়ে শোডাউন

শেয়ার

জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ’র বানিয়াচং আগমন উপলক্ষে বিশাল শোডাউন ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বানিয়াচং উপজেলা যুবলীগের উদ্যোগে নবনির্বাচিত জেলা যুবলীগের নেতৃবৃন্দ কে স্বাগত জানাতে বানিয়াচং-হবিগঞ্জ রোডের সুটকী ব্রিজ এলাকায় সহস্রাধিক নেতাকর্মী মোটরসাইকেল বহর নিয়ে যান।

এ সময় জেলা নেতৃবৃন্দ পৌছালে তাদেরকে নিয়ে বানিয়াচংয়ের বিভিন্ন বাজার এলাকায় নিয়ে শোডাউন করা হয়।

রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় শোডাউন শেষে স্থানীয় বড়বাজারে একটি আনন্দ মিছিল বের করা হয়।
আনন্দ মিছিল পরবর্তীতে পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের নবনির্বাচিত সভাপতি ও বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী যুবলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিন চৌধুরী সুমন।

উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রেখাছ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেনের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী যুবলীগের নবনির্বাচিত সহসভাপতি মোতাহের হোসেন রিজু, বিপ্লব রায় চৌধুরী, আব্দুর রউফ মাসুক,নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাসেম মোল্লা ফয়ছল,নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মামুন মিয়া,মহিবুর রহমান মাহি।

এ সময় উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা যুবলীগের সহসভাপতি ছায়েব আলী, মাহবুবুর রহমান খান মাসুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, আজমল হোসেন খান, এড: আসাদুজ্জামান খান তুহিন, কাউছার আহমেদ, জসিম উদ্দিন প্রমূখ।

পরবর্তীতে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির নির্দেশে সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্ভোধন করা হয়।May be an image of 2 people and text

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.