স্বৈরাচার পতনের ১মাস অতিক্রমে ইবির রাসেল হলে গরু অভিযান

শেয়ার

ইরফান উল্লাহ্, ইবি প্রতিনিধি:

স্বৈরাচার হাসিনার পতনের ১মাস অতিক্রম করায় গরু অভিযান ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ রাসেল হলের আবাসিক শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সাকসেস ভর্তি কোচিংয়ের সহযোগিতায় এই নৈশভোজের আয়োজন করা হয়।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলের ছাদে এই নৈশভোজের আয়োজন করেন শিক্ষার্থীরা।

এতে হলের বিভিন্ন শিক্ষাবর্ষের ২ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। আয়োজকরা বলেন, এই নৈশভোজ শুধুমাত্র খাবারের আয়োজন নয় বরং এর উদ্দেশ্য হলের আবাসিক শিক্ষার্থীদের সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও ঐক্য ও পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ঘটানো। এই আয়োজন স্বৈরাচারের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে দেয় এবং যাতে ভবিষ্যতে দেশে কখনো স্বৈরাচারের জন্ম না হয় সেই বার্তা বহন করে। এসময় হলের শান্তি বজায় রাখতে সিনিয়র শিক্ষার্থীরা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। পাশাপাশি শিক্ষামূলক কার্যক্রমের উদ্যোগ গ্রহণ যেমন খেলাধুলা, বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক জ্ঞান চর্চা ও প্রতিভার বিকাশ ঘটবে এমন নিয়মিত আয়োজন করার জন্য মতামত পেশ করা হয়েছে। হলের রিডিং রুম, ডিবেট রুম, গেম রুমের জন্য নতুন রুমের ব্যবস্থা করা, মসজিদের মাইক স্থাপন, মাদক নির্মুল, বৈষম্যহীনভাবে যৌক্তিকভাবে হলের সিট বন্টন ও সিনিয়র- জুনিয়র সম্পর্ক বৃদ্ধির ব্যাপারে জোরালো আলোচনা হয়েছে৷

প্রসঙ্গত, গত শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগেও ‘খুনি হাসিনার চল্লিশা’ ভোজ আয়োজিত হয়। এতে বিভাগটির সকল শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.