স্বাধীনতা দিবসে লক্ষ্মীপুর পৌর ছাত্রলীগের ১ম যুগ্ম আহ্বায়কের ইফতার বিতরণ

শেয়ার

সোলাইমান ইসলাম নিশান: স্বাধীনতা দিবস উপলক্ষে লক্ষ্মীপুর পৌর ছাত্রলীগের ১ম যুগ্ম আহ্বায়ক জায়েদ ইবনে মিরাজের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে লক্ষ্মীপুর চক বাজার এলাকায় প্রায় ৪০০ অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। খেটে খাওয়া মানুষ এসেছেন এবং তাদের হাতে ইফতারের প্যাকেট ও পানি তুলে দিয়েছেন মিরাজ।
ইফতারি নিতে আসা অনেকে জানায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এক গ্লাস পানি আর মুড়ি খেয়ে ইফতার করি।আজকে তৃপ্তি নিয়ে ইফতার করবো।

জানা যায়, মিরাজ ছোট বেলা থেকেই মানুষের পাশে ছিল এর আগে ও করনায় অসহায় মানুষের পাশে এবং পূর্বের রমজানেও দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে।

ইফতার বিতরণে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন ভূঁইয়া, জেলা ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল ফাহিম, পৌর ছাত্রলীগ নেতা শুভ, মেহেদী হাসান জোহেব,পারভেজ হোসেন, সানজির রোহান, মোঃ মুজাহিদ, রাহাবার হোসেন রিহাব, জামসেদ সাব্বির, রীপ্ত দাসসহ প্রমুখ।

ইফতার বিতরণ শেষে জায়েদ ইবনে মিরাজ বলেন,বিপ্লবী বাংলার বিপ্লবী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।আজকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লক্ষ্মীপুর পৌর ছাত্রলীগের আয়োজনে লক্ষ্মীপুর পৌরসভায় অসহায় চিহ্নমূল মানুষের মাঝে ৪০০ প্যাকেট ইফতার বিতরণ করি।আমার অনুপ্রেরণায় ছিল লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন ভূঁইয়া ভাই।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.