স্বাগত মো. সাহাবুদ্দিন, বিদায় আবদুল হামিদ

শেয়ার

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি পদে আসীন হচ্ছেন মো. সাহাবুদ্দিন। সোমবার শপথ নেবেন নবনির্বাচিত এ রাষ্ট্রপতি। বেলা ১১টায় তাকে শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ছাত্ররাজনীতি থেকে শুরু করে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ, এরপর সরকার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সফলভাবে দায়িত্ব পালন করেছেন তিনি। এবার রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন হয়ে বঙ্গভবনের মর্যাদা রক্ষাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ সততা ও সফলতার সঙ্গে করবেন বলে সবার প্রত্যাশা। ১৩ ফেব্রুয়ারি মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি নির্বাচিত করার প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের উত্তরসূরি হচ্ছেন মো. সাহাবুদ্দিন। নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ নেওয়ার পর আনুষ্ঠানিক বিদায় জানানো হবে পরপর দুই মেয়াদে ১০ বছর শেষ করে ইতিহাস সৃষ্টিকারী মো. আবদুল হামিদকে। সোমবার দুপুর সাড়ে ১২টায় শুরু হবে তার বিদায় অনুষ্ঠান। এই প্রথম কোনো রাষ্ট্রপতিকে এত বড় আয়োজনে বিদায় দেওয়া হচ্ছে।

ঐতিহাসিক এই সময়টিকে স্মরণীয় করে রাখতে বিদায়ি সংবর্ধনা অনুষ্ঠিত হবে। নতুন রাষ্ট্রপতিকে স্বাগত এবং বিদায়ি রাষ্ট্রপতিকে বিদায় জানাতে প্রস্তুত বঙ্গভবন।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অন্তত পাঁচটি কমিটি গঠন করা হয়। ৬ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মাহমুদুল হাসান খানের নেতৃত্বে সমন্বয় কমিটি গঠন করা হয়। এই কমিটির মূল কাজ শপথ অনুষ্ঠান উপলক্ষ্যে গঠিত বাকি চারটি উপকমিটির কার্যক্রম সমন্বয় এবং মন্ত্রিপরিষদ সচিবকে সার্বিক চিত্র অবহিত করা। অন্য কমিটিগুলো হলো অতিথি তালিকা প্রণয়ন কমিটি, আমন্ত্রণপত্র প্রাপ্তি যাছাই কমিটি, আসন ব্যবস্থাপনা কমিটি ও অভ্যর্থনা কমিটি।

শপথ অনুষ্ঠানে অংশ নিতে ১ হাজার ২৩৮ জনকে আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান বঙ্গভবনে হয়ে থাকে। রুলস অব বিজনেস অনুযায়ী, শপথ অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব মন্ত্রিপরিষদ বিভাগ এবং রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগের। অতিথিদের দাওয়াত দেওয়া থেকে শুরু করে প্রটোকলসংক্রান্ত সার্বিক দায়িত্ব দেখভাল করে মন্ত্রিপরিষদ বিভাগ।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.