স্বরাষ্ট্র মন্ত্রীর আগমন ঘিরে রায়পুরে সাজ সাজ রব

শেয়ার

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি:

আজ শনিবার (২১ অক্টোবর) লক্ষ্মীপুরের রায়পুরে আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। তাঁর আগমনকে ঘিরে সাজ সাজ রব বিরাজ করছে পৌর শহরজুড়ে। ব্যানার, ফেস্টুন ও তোড়ণে ছেয়ে গেছে শহর ও প্রবেশপথগুলো। ভবন ও রাস্তাঘাট সংস্কার করে রাঙানো হয়েছে রঙিন সাজে। অতিথিকে বরণ করতে থানা পুলিশ, স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগের প্রস্তুতিও রয়েছে শেষ পর্যায়ে।

আওয়ামী লীগের টানা তিন মেয়াদে প্রায় ১৫ বছরের শাসনামলে স্বরাষ্ট্র মন্ত্রীর এটিই রায়পুরে প্রথম সফর। রায়পুর থানাকে মডেল থানা ও হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়িকে তদন্ত কেন্দ্রে উন্নীত করার দাবিটি দীর্ঘদিনের। মন্ত্রীর আগমনে ওই দাবিটি বাস্তবে রূপ নেওয়ার সম্ভাবনায় আনন্দে উদ্বেলিত সাধারণ লোকজন।

এদিন তিনি রায়পুর পৌর পূজামন্ডপ দর্শন, উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময়, উপজেলা প্রশাসন আর্ট স্কুলের নতুন ভবন উদ্বোধন ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে রায়পুর সরকারি মার্চ্চেণ্টস একাডেমী মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণের কর্মসূচি রয়েছে। মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোঃ আলমগীর হোসেন স্বাক্ষরিত ভ্রমণ সূচিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, ‘উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মন্ত্রী মহোদয়ের আগমন ও জনসভা ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আমরা সতর্ক রয়েছি।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন দাশ বলেন, ‘মন্ত্রী মহোদয়কে বরণ করতে আমাদের প্রস্তুতি প্রায় শেষ। উপজেলা প্রশাসন আর্ট স্কুলের নতুন ভবন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময়সহ সকল কর্মসূচী বাস্তবায়নে আমাদের কাজ অব্যাহত আছে।

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রীর আগমনের সংবাদে এলাকার জনগণ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সমাবেশকে সফল করতে আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। রায়পুর থানাকে মডেল থানা ও হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়িকে তদন্ত কেন্দ্রে উন্নীত করতে আমরা স্বরাষ্ট্র মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবো।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.