সৌদি আরবে আরও এক বাংলাদেশি হাজির মৃত্যু

শেয়ার

হজের পর সৌদি আরবে আরও একজন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তার নাম মোরশেদ হাসান সিদ্দিকী (৫৮)। তিনি ঢাকা জেলার বাসিন্দা। শনিবার পবিত্র মক্কায় তিনি ইন্তেকাল করেন। তার পাসপোর্ট নম্বর- ইই০০৬৪৮৮৮।

সৌদি আরবে হজ করতে গিয়ে এ নিয়ে ২১ জন বাংলাদেশি হজযাত্রী ও হাজি ইন্তেকাল করলেন। তাদের মধ্যে পুরুষ ১৫ ও নারী ছয়জন। মক্কায় ১৬, মদিনায় তিন এবং জেদ্দায় একজন মারা যান।

গত ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ)। ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট ১৪ জুলাই শুরু হয়।

অন্যদিকে হজ শেষে সৌদি থেকে দেশে ফিরেছেন ৬ হাজার ৫০১ জন হাজি।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.