রাজধানীর মতিঝিলের সেনা কল্যাণ ভবনের আট তলায় আগুন লেগেছে। খবর পেয়ে ইতোমধ্যেই ঘটনাস্থলের পথে রওয়ানা হয়েছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টা ৫৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানা যায়নি।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আনোয়ারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
আনোয়ারুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে ইতোমধ্যেই ফায়ার সার্ভিসের চারটি ইউনিট পাঠানো হয়েছে। তবে জ্যামের কারণে এখনও তারা ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।