মো. বি. চৌধুরী ( তুহিন), নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী সেনবাগ লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজে এইচএসসিতে শতভাগ পাস করেছে। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নুরুল আলম সবুজ পল্লী নিউজ কান্ট্রি টুডে ও দৈনিক রুপবানীর নোয়াখালী প্রতিনিধি মো. বি চৌধুরী ( তুহিন) কে জানান, আমাদের কলেজে পাসের হার শতভাগ। পুরো কুমিল্লা বোর্ডে নোয়াখালী সেনবাগ উপজেলায় লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজ শতভাগ পাসের আওতায় এসেছে। ৯২ জন ছাত্রীর ভিতরে মানবিকে ৬৫ জন এবং ব্যবসা শিক্ষা শাখায় ২৭ জন। এর মধ্যে একজন জিপিএ ৫ পেয়েছে মানবিক গ্রুপ থেকে। কলেজের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান লায়ন জাহাঙ্গীর আলম মানিক সন্তোষ প্রকাশ করেন। এবং ছাত্রী অভিভাবক উনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।