সোমবার, ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ,২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অনুমোদিত, রেজি:নং ৭৮

সুরঞ্জিতের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

Array

ঢাকা:

প্রবীণ পার্লামেন্টারিয়ান বর্ষিয়াণ রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব আনা হয়েছে।

রোববার (০৫ ফেব্রুয়ারি) বিকেল ৪ টা ৪০ মিনিটে অধিবেশনের শুরুতেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ শোক প্রস্তাব উত্থাপন করেন।

কার্য প্রণালীবিধি অনুযায়ী চলমান কোনো সংসদ সদস্যের মৃত্যু হলে তার ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। সেই আলোকে সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শোক প্রস্তাবের ওপর আলোচনা চলছে।

স্পিকার শোক প্রস্তাব উত্থাপন করে বলেন, ’সংসদের রীতিনীতি পার্লামেন্টারি প্র্যাকটিস অ্যান্ড প্রসিডিউর বিষয়ে সুরঞ্জিত সেনগুপ্ত অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ ছিলেন। তিনি সর্বশেষ এ পার্লামেন্টে রোববার (২৯ জানুয়ারি) সংবিধানের ৪৮ অনুচ্ছেদ ও রাষ্ট্রপতির ক্ষমতা, কর্তব্য ও দায়িত্বের ওপর ব্যাখ্যামূলক বক্তব্য উপস্থাপন করেন। যা ছিল জাতীয় সংসদে তার সর্বশেষ বক্তব্য। এছাড়াও বিভিন্ন সময়ে তিনি জাতীয় সংসদে সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদের ব্যাখা সম্বলিত বক্তব্য দিতেন।’

সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে আনিত শোক প্রস্তাবের ওপর আলোচনার সূত্রপাত করেন মহিবুর রহমান মানিক। এরপর একে একে আলোচনা করেন, অধ্যাপক আলী আশরাফ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, আব্দুল মজিদ খান , হুইপ মো. শাহাবুদ্দিন আহমদ, মৃণাল কান্তি দাস জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টির সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, ডা. রুস্তম আলী ফরাজী প্রমুখ।

সর্বশেষ

মহাত্মা গান্ধীর ১৫৪তম জন্মবার্ষিকী আজ

'মহাত্মা' শব্দটিকে যদি ভাঙা যায়, তবে তার অর্থ হয় 'মহান আত্না যার'। বিশ্বে এই নামে যে মানুষটির পরিচয়, তিনি হলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। তিaনি...

সংসদ নির্বাচনের মহাযজ্ঞ শুরু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মযজ্ঞ চলছে নির্বাচন কমিশনে। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং...

নিবন্ধিত নিউজ পোর্টাল ছাড়া কেউ মোবাইল লাইভ করতে পারবে না: জেলা প্রশাসক

সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেছেন, নিবন্ধিত নিউজ পোর্টাল এবং প্রিন্ট পত্রিকার নিবন্ধিত...

জমি নিয়ে বিরোধে বড় ভাইকে হত্যার অভিযোগ

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের হামলায় বড়...

রায়পুরে প্রতিবন্ধীদের জন্য বিনা খরচে কম্পিউটার প্রশিক্ষণ চালু

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে প্রতিবন্ধী ও তাদের সন্তানদের জন্য ‘সুবর্ণ কম্পিউটার প্রশিক্ষণ’...

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন, যা বলল আইন মন্ত্রণালয়

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন নাকচ করে মত দিয়েছে আইন মন্ত্রণালয়।...