মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধি:
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থার তত্ত্বাবধানে সুবর্ণচর উপজেলা তথ্যকেন্দ্র কর্তৃক আয়োজিত তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ণ প্রকল্প (২য় পর্যায়) এর উঠান বৈঠকে ৫ জুন চরজুবিলী ইউনিয়নের পশ্চিম চরজুবিলী গ্রামে অনুষ্ঠিত হয়, এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী -৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ব বিদ্যা, উপস্থিত ছিলেন ১ নং চরজব্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট ওমর ফারুক, ৫নং চরজুবিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু, ২নং চরবাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজিব ,সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের আহবায়ক আব্দুল্লাহ আল-মামুন জাবেদসহ আরো অনেকে।